খবরাখবর

চারঘাটে বোতালজাত সয়াবিন বাজার থেকে উধাও

খোলাবাজার এ সোয়াবিন এর লিটার ২০০ টাকা 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার হাট-বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। যদিও দু একটি দোকানে পাওয়া গেলেও বোতালের গায়ে লিখা দামের চেয়ে অধিক দাম দিয়ে কিনছেন ক্রেতারা। এ নিয়ে রিতিমত ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন দোকানীরা।

গত এক সপ্তাহ ধরে উপজেলা অধিকাংশ বাজার এর মুদি দোকানগুলো থেকে বোতলজাত সোয়াবিল তেলটি যেন বাজার থেকে হাওয়া হয়ে গেছে। তবে অধিক মুনাফা লোভি দোকানীরা বোতলজাত সয়াবিন তেলের বোতল কেটে রাতের আধারে ড্রামে ঢেলে খোলা সয়াবিন হিসেবে বিক্রি করা হচ্ছে অধিক দামে।

এমন অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

জানা যায়, হঠাৎ করে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আগে ১৬৫ টাকা লিটার বিক্রি করা হলেও ২০ টাকা দাম বৃদ্ধি পেয়ে এখন তা ১৯০ টাকা-২০০ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি করা হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি না পাওয়ায় দোকানীরা বোতলের মুখ কেটে ড্রামে ঢেলে তা খোলা সয়াবিন হিসেবে অধিক দামে বিক্রি করছেন।  তবে কিছু কিছু দোকানে বোতলজাত সয়াবিন পাওয়া গেলেও বোতলের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। অতিরিক্ত দাম নিয়ে প্রায়ই ক্রেতাদের সঙ্গে ঝামেলাই জড়াচ্ছেন দোকানীরা।

মঙ্গলবার চারঘাটসদর বাজারে বাজার করতে আসা রবিউল ইসলাম বলেন, কয়েকটি দোকানে গিয়ে বোতলজাত সয়াবিন তেল পাইনি। আমি সব সময় বোতলজাত সয়াবিন তেল কিনে থাকি। কিন্তু বোতলজাত সয়াবিন না পাওয়ায় বাধ্য হয়ে আমি খোলা সয়াবিন তেল কিনেছি। তাও আবার দাম বেশি। এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ২০০ টাকা নেয়া হচ্ছে। এখন দেখছি বোতলজাত সয়াবিন তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম আরো বেশি।

কাকড়ামারী এলাকার মুদি দোকানি শফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে কোম্পানির ডিলাররা তেল দিচ্ছে না। তাই আমরা খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

চারঘাট বাজারের মুদী ব্যবসায়ী পবন আগরওয়ালা বলেন, খোলা সয়াবিনের দাম বৃদ্ধির কারনে কোম্পানীর লোকজন বোতলজাত সয়াবিন দিচ্ছে না। ফলে খোলা সয়াবিন ১৮০ টাকা লিটার বিক্রি করছি। অধিক দাম নেয়ার সুযোগ নেই।

বিষয়টি সম্পর্কে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন নিত্য পন্য দ্রব্যে দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং অব্যহত রয়েছে তবে কোন বিক্রেতা যদি সোয়াবিন তেল এর দাম বেশি নেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please follow and like us:

Related Articles

Back to top button