খবরাখবর

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গণতন্ত্র মঞ্চের নিন্দা

ডেস্ক নিউজ: গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম আজ এক যুক্ত বিবৃতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলী স্টার এর কার্যালয়ে হামলা ভাংচুর, পত্রিকা দুটির বিরুদ্ধে পরিকল্পিত বিষোদগার ও কুৎসা রটনার তৎপরতায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জনপ্রিয় এই দুই পত্রিকার বিরুদ্ধে যেসব উসকানিমূলক অপপ্রচার ও সহিংস তৎপরতা চলছে তা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করার সামিল।বিশেষ স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় গত ক’দিন ধরে যা চলছে তা পত্রিকা ও তার সাংবাদিকদের জানমালের গভীর নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। কোন সভ্য ও গনতান্ত্রিক রাষ্ট্র – সমাজ গণমাধ্যমের উপর এই ধরনের হামলা ও সন্ত্রাসী তৎপরতা চলতে দিতে পারেনা।

নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় প্রকাশিত কোন খবর বা রিপোর্ট এর ব্যাপারে সমালোচনা বা প্রতিবাদ করার সুযোগ রয়েছে। প্রতিবাদের গণতান্ত্রিক পন্থা অনুসরণ না করে দুইটি পত্রিকার বিরুদ্ধে যা চলছে অবিলম্বে তা বন্ধ করা দরকার। আশা করি এই ব্যাপারে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবেন এবং পত্রিকা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন।

একইসাথে নেতৃবৃন্দ স্বাধীন গণমাধ্যমের উপর হুমকি সৃষ্টি করে এরকম তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান।

Please follow and like us:

Related Articles

Back to top button