খবরাখবর

গণঅভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে কাপ্তাইয়ে স্মরণসভা

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরিতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামের আমীর হারুনর রশীদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ প্রমুখ।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর ছাত্র ইমতিয়াজ আবছার চৌধুরী এবং তাহসিন কবির।

স্মরণসভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। এছাড়া আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় দোয়া কামনা করেন। এছাড়া স্মরণসভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button