খবরাখবর

সিরাজগঞ্জে প্রতিবন্ধী জেলাতন বেওয়া হুইল চেয়ার পেয়ে খুশি  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: চলাফেরার জন্য নিজের হুইল চেয়ার কেনার সামর্থ নেই। নইলে অচল সব।

সেই ব্যক্তি সিরাজগঞ্জ পৌরএলাকার ১৪ নং ওয়ার্ড, পুঠিয়াবাড়ি সিরাজগঞ্জ এর বাসিন্দা  জেলাতন বেওয়া (৬০) কে  হুইল চেয়ার দিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম।

বুধবার দুপুরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এক মানবতার সৈনিকের সাহায্য গিয়ে হুইল চেয়ার পেয়ে  জেলাতন বেওয়া  খুশি হন।

এছাড়াও প্রতিবন্ধী দিবসে সিরাজগঞ্জ  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে মঙ্গলবার আরও ৫ জন  প্রতিবন্ধীকে  হুইল চেয়ার দেওয়া হয় এবং তারাও হুইল চেয়ার  পেয়ে ভীষণ  খুশি হন ।

জেলা প্রতিবন্ধী বিষয়ক  কর্মকর্তা মোঃ আবুল হাসেম বলেন, আমি প্রতিবন্ধীদের খুঁজে বের করে হুইল চেয়ার দেই এবং চেষ্টা করি। আর

অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে  এর মাঝেই খুঁজে পাই আনন্দ।

Please follow and like us:

Related Articles

Back to top button