সিমলা ডিগ্রি কলেজের সংবর্ধনা প্রদান ও পরিচিত সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নে শাহানগাছাতে অবস্থিত সিমলা ডিগ্রী কলেজের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোঃ শাহীনুর আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এতে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সিমলা ডিগ্রি কলেজের আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে অত্র কলেজে উক্ত সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠানে সংবর্ধিতজন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মোঃ শাহীনুর আলম বক্তব্যে রাখেন।
সিমলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আখিরা জিনাত মহল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ হাসান মনসুর, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, মাওলানা মোঃ আনোয়ারুল্লাহ মজনু,মাওলানা আতাউর রহমান, অভিভাবক মাষ্টার ময়দুল আলম প্রমুখ।
এসময়ে সিমলা ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক সোরহাব আলী সহ অন্যান্য শিক্ষক,কর্মকর্তা -কর্মচারী, সুধীজন, শিক্ষানুরাগী, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।