খবরাখবর

ফটিকছড়ির বিএনপির প্রতিবাদ সমাবেশ

ফটিকছড়ি প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের দোসর কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম চৌধুরীর বিরুদ্ধে হয়রানী ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদ সমাবেশ করেছে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে দাঁতমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি নেতা শওকত উল্লাহ্ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস, এডভোকেট আবছার উদ্দিন হেলাল, এডভোকেট ইউসুফ আলম মাসুদ, উত্তর জেলা বিএনপি নেতা আব্দুল হালিম, সুয়াবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক ইয়াকুব শহীদ।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- যুবদল নেতা নুরুল আমীন, শাহদাত হোসেন, ডা. মানিক, হাবিবুর রহমান সিকদার, ফারুক বিন মুছা, মিজানুর রহমান সোহেল, ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জি. বেলাল উদ্দিন মুন্না প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেত্রী, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসরা মিলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে।

তাদের এ অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সে অপতৎপরতার অংশ হিসেবে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে জলঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে। এতে আমরা বিচলিত নই। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের সকল অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত।

প্রতিবাদ সমাবেশের দাঁতমারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী
সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেয়।

Please follow and like us:

Related Articles

Back to top button