খবরাখবর

হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত: ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে উদ্ভোধন খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

এদিকে কামাল উদ্দীন টিটু স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে মুসলিম উদ্দীন চৌধুরী স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে।

বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়েছে ব্যারিষ্টার মীর হেলাল এর পক্ষ থেকে নগদ ৫হাজার টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ব্যারিষ্টার মীর হেলাল এর পক্ষ থেকে নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়েছে।

নাঙ্গল মোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সফল উদ্যেক্তা টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দীন চেয়ারম্যান,উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম তুহিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প কর্মকতা গোলাম হোসেন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্নআহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ হারুন চৌধুরী , হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী মোরশেদ উল আলম, হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহাব উদ্দীন, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্নআহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শাহাবউদ্দিন,নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্নআহবায়ক মোঃশফিউল আলম বাবু, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্নআহবায়ক মোঃ আকতার হোসেন ভূটোূ মেম্বার,নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্নআহবায়ক আজম মেম্বার, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলমান মেম্বার, ইউনিয় বিএনপির যুগ্নআহবায়ক আজম ডাক্তার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আবছার আক্তার ,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য বদি মেম্বার,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল আলম বাবুল, সদস্য সচিব মোহাম্মদ নঈম উদ্দিন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী শাহেদুল করিম,মির্জাপুর বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাবু উত্তম কৃমার দাস, গুমানমর্দন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক আনোয়ার হোসেন, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির নেতা শের শাহ চেয়ারম্যান, রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক গিয়াস উদ্দিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন মেম্বার, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নজুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অথিতি বক্তব্য গিয়াস উদ্দীন চেয়ারম্যান বলেন শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ে জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

Please follow and like us:

Related Articles

Back to top button