লোহাগাড়া সদর ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জাহাঙ্গীর সভাপতি, নুরুল আলম সাধারণ সম্পাদক
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দরবেশহাট প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন এলডিপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
লোহাগাড়া উপজেলা এলডিপি সভাপতি লিয়াকত আলী চৌধুরী প্রধান অতিথি ও সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এলডিপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, গণতান্ত্রিক যুবদলের দক্ষিণ জেলার আহবায়ক একরাম হোসেন, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা এলডিপির সহ-সভাপতি ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা এলডিপি নেতা মোকছুদুর রহমান।
সম্মেলনে মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি, দেলোয়ার, ফরিদকে সহ-সভাপতি, নুরুল আলমকে সেক্রেটারি, আবদুস ছবুরকে সাংগঠনিক সম্পাদক ও নাছির উদ্দিনকে ক্রীড়া সম্পাদক করে সদর ইউনিয়ন এলডিপির কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া মিনহাজ আহামদকে সভাপতি ও শাহাদত হোসেন সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে সদর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে।