রাউজানের বাগোয়ানে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে উঠান-বৈঠক
রাউজান: জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধরে রাখতে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বাগোয়ানের প্রবীণ এবং নবীন নেতৃত্বের সাথে যুবসমাজের এ উঠান-বৈঠক হয়।
এই উঠান-বৈঠকে বক্তারা বলেন, ১৬ বছর স্বৈরাশাসক আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো তারা বিএনপির অসংখ্য কর্মীকে গ্রেফতার হয়রানি ও নির্যাতন করেছে। এখন সময় এসেছে সাধারণ মানুষের মতামত নিয়ে আগামী নির্বাচনে অংশ নিয়ে দেশ সুসংগঠিত করার। বিএনপি সব সময় জনগণের সাথেই ছিলো ১৬ বছরেও তাদের দূরত্ব তৈরি করতে পারেনি। আগামী নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে বলে তারা বলেন।
শনিবার বাগোয়ান ইউনিয়নের বর্তমান পরিস্থিতি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রবীণ এবং নবীন নেতৃত্বের সাথে যুবসমাজের এই গুরুত্বপূর্ণ উঠান বৈঠক করেছে বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে রাউজান উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস চৌধুরীর বাচ্চুর সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মুরাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইউসুফ তালুকদার, প্রধান বক্তৃতা ছিলেন রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট মফিজুল ইসলাম ইমন এ.পি.পি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, রাউজান উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহেদুল ইসলাম, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ম্যানজার এটি.এম শাহেদ চৌধুরী, পাহারতলী ইউনিয়ন যুবদলের সভাপতি এনায়েত, পাহারতলী যুবদলের সাধারণ সম্পাদক আজিজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস তালুকদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জনি চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন টুটুল চৌধুরী, মীর আহমেদ, তারেক, মনির ইসলাম, ছাত্রদলের নেতা জাওয়াদ নুর চৌধুরী, আদিব কাদের চৌধুরী, মামুন চৌধুরী, সাজ্জাদ, মুন্না, ইয়াকুবসহ প্রমুখ।