খবরাখবর

ফটিকছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বিজয় দিবস এর প্রথম প্রহরে স্পর্ধিত অংহকারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের কার্যক্রম।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে পুষ্পস্থাপক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ পরবর্তী কুচকাওয়াজ,মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজন হয় বিজয় মেলার।

শহীদ শফিকুন নুর বীর প্রতীক মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আমিনুল হক,মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী,মুক্তিযোদ্ধা জাগির হোসেন,মুক্তিযোদ্ধা বজল আহমদ,সহকারী কমিশনার (ভূমি),মোঃ মেসবাহ উদ্দিন,ফটিকড়ি থানার অফিসার্স ইনচার্য নুর আহমদ,ভুজপুর থানার অফিসার্স ইনচার্য মোহাম্মদ অর্জুন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএন পির যুগ্ন আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর,ফটিকছড়ি জামায়াত আমির নাজিম উদ্দিন ইমু,ভুজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর,ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাইল গণি, বি এন পি নেতা মহিউদ্দিন আজম তালুকদার,ফটিকছড়ি জামায়েত সাধারন সম্পাদক ইউছুফ বিন সিরাজ,নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়জীদ হোসেন আমিরসহ সরকারের বিভিন্ন দপ্তরপ্রধান, বীর মুক্তিযোদ্ধাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে।

উপজেলা বি এন পির আহবায়ক কর্ণেল অবঃ আজিম উল্লাহ বাহারের নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এসময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button