আইএমটি সিরাজগঞ্জের নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), সিরাজগঞ্জের নানা আয়োজনে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনটির শুভ সুচনা করার পর স্বাধীনতা যুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে আইএমটি সিরাজগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন, শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে বিজয় সৌধে পুষ্পস্তবক এবং আইএমটি সম্মেলন কক্ষে
আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং নেতৃত্ব দেন , আইএমটি সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন।
এসময়ে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রকৌশলী অধ্যক্ষ মোঃ ফজলুল হক, আইএমটি সিরাজগঞ্জের সিনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান, প্রকৌশলী শামীম হোসেন, ইন্সট্রাক্টর (গণিত) পিডিও ইনচার্জ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর রেজাউল হক, মাহবুবুর রহমান সহ অন্যান্যরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, আইএমটি সিরাজগঞ্জের ইন্সট্রাক্টর ইলেকটিক্যাল মোঃ জাহাঙ্গীর আলম।