খবরাখবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল সমাপ্ত

সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক জুঁই চাকমা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠন বিভাগের ১৪ নভেম্বর ২০২৪ জরুরী গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ক সার্কুলার ও পার্টির গঠনতন্ত্রের ধারা-১৭ মোতাবেক শুক্রবার ১৩ ডিসেম্বর-২০২৪ রাঙামাটি পার্বত্য জেলা কমিটির কাউন্সিল সমাপ্ত করা হয়।

রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাশেম সভাপতিত্বে ১৩ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির অস্থায়ী কার্যালয় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় রাঙামাটি জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পার্বত্য জেলা কমিটির কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ও সংগঠন বিভাগের ইনচার্জ আকবর খান।

উক্ত রাঙামাটি পার্বত্য জেলা কমিটির কাউন্সিলে জেলার, পৌর ও উপজেলাসমূহ কমিটি পুনর্গঠন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা ২০২৪ সালের কাউন্সিলে সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডিলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, মো. আবুল হাশেম, অমর চাকমা, উজ্জলা চাকমা ও মেকি চাকম।

সাধারণ সম্পাদক জুঁই চাকমা। সদস্য আমর কান্তি চাকমা, অরুজিতা চাকমা, চম্পা চাকমা, সুমন চাকমা ও এমেলী চৌধুরীকে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করা হয়।

রাঙামাটি জেলা কমিটির কাউন্সিলে রাঙামাটি সদর উপজেলা, রাঙামাটি পৌরসভা, কাউখালী উপজেলা, রাজস্থলী উপজেলা ও বরকল উপজেলার কাউন্সিলার ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঐক্য ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত এদিকে আজ শুক্রবার ১৩ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত ভারতের আগ্রাসী তৎপরতা প্রতিরোধ করুন, ধর্মীয় সম্প্রীতির বন্ধনে জাতীয় ঐক্য গড়ে তুলুন এই শ্লোগানে পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাশেম সভাপতিত্বে ঐক্য ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য আকবর খান।

ঐক্য ও সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য আকবর খান, কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন, পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, কাউখালী উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, বরকল উপজলার সভাপতি উজ্জালা চাকমা, রাঙামাটি সদর উপজেলার সভাপতি অমর চাকমা।

এসময় বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি ও ভুমিহীন সংহতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঐক্য ও সংহতি সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

Please follow and like us:

Related Articles

Back to top button