খবরাখবর

রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া!

 

আমির হামজা, রাউজান: চট্টগ্রামের রাউজানের তরুণ নারী উদ্যোক্তা তানিয়া প্রতারণার ফাঁদে পড়ে নিজের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে হারিয়েছে ২৭ হাজার টাকা।

গত সোমবার দুপুরে তানিয়ার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। পরিচয় দেন তিনি বিকাশ অফিসের একজন কর্মী।

এসময় তানিয়া কেন জানতে চাইলে থাকে প্রতারক বলেন আমাদের এক গ্রাহকের টাকা ভুলে আপনার বিকাশে চলে গেছে। তানিয়া বলেন কউ আমার বিকাশে কোন টাকা আসেনি। পরে তাকে নানা কৌশলে প্রতারকের আয়ত্তে করে নেন।

প্রতারক তানিয়ার বিকাশে নম্বারে একটি ওটিপি কোড পাঠান। সেই পাঠানো ওটিভি নম্বর প্রতারক চাইলে সরল মনে থাকে দিয়ে দেন। প্রথমে তার বিকাশ অ্যাকাউন্টে হতে ২০হাজার টাকা হাতিয়ে নেওয়া পর।

আবারও তাকে ফোন করা হয় তার এই বিশ হাজার টাকা ফিরে পেতে হলে তানিয়ার নগদে পাঠানো হবে এসএমএস সেটি তাদের বলতে হবে। তানিয়ার নগদ অ্যাকাউন্টে পাঠান ওটিপি নাম্বারটি তাদের দেওয়ার সঙ্গে সঙ্গে নগদে থাকা ৬হাজার টাকা উধাও।বিকাশ ও নগদ থেকে তার মোট ২৭হাজার ২টাকা হাতিয়ে নেন প্রতারক চক্র।

পরে তানিয়ার বড় বোন সাদিয়া বিনতে হুসেন বাদী হয়ে অজ্ঞাতনামা বিবাদীর বিরুদ্ধে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

Please follow and like us:

Related Articles

Back to top button