খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবাই রাজবাড়ি, বগুড়া ও কুমিল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে একটি গোমতি গোল্ডেন এক্সপ্রেস বাসে ৪০ জন পর্যটক ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। ভোর ৬টার দিকে জেলা শহরে পৌঁছার কয়েক কিলোমিটার আগে আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে বাসটি পাহাড়ি পথ নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২/১জন ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। পুলিশ খবর পেয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে, বৃহস্পতিবার সকালে
দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের ৮ মাইল নামক এলাকায় ২জীপ(চাঁদের) গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২পর্যটকসহ ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।