কুমিল্লায় চুরি হওয়া ট্রাক সিরাজগঞ্জের হাটিকুমরুলে উদ্ধার, ডাইভার আটক
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: কুমিল্লা থেকে চুরি হওয়া ১টি ট্রাক উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রানা মিয়া (৩৫) নামের এক ড্রাইভারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোল-চত্ত্বরে মায়ের আচল হোটেলের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর দুপুরে সিলেট থেকে পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট-২৪-২৪৯১) একটি ট্রাক কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন কুমিল্লার ইপিজেড এলাকায় পাথর আনলোড করে নগদ ৬২ হাজার টাকা ভাড়া বুঝে নেয়। এরপর থেকে ট্রাকের ড্রাইভার রানা মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকে।
গাড়ির মালিক ড্রাইভারের মোবাইল ফোন বন্ধ পেয়ে ট্রাকের সন্ধান করে। ট্রাক ও ড্রাইভারের কোনো সন্ধান না পেয়ে গাড়ির মালিক লালমনিরহাট জেলার তালুক মদাতী গ্রামের মৃত সামাদ শেখের ছেলে মশিউর রহমান গত ১৯ ডিসেম্বর বাদি হয়ে ইপিজেড পুলিশ ফাঁড়ি সদর দক্ষিণ মডেল থানায় একটি অভিযোগ করেন।
তথ্যপ্রযুক্তি ও সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোল-চত্ত্বর এলাকা হতে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।