কবিতা
ব্যর্থ ভালোবাসা | মুহাম্মদ মাসুদ রানা
মুহাম্মদ মাসুদ রানা:
মনে মনে ভাবতাম যাঁরে
ভালোবাসতাম তাঁরে
সংগোপনে হৃদয় মাঝে
রেখেছিলামও তাঁরে।
মনে মনে কত আশা
তাকে নিয়ে জড়ায়
তবু পাইনি ভালোবাসা
হতাশা মন দাঁড়ায়।
প্রতিটি ক্ষণ আমারি মন
চাইতো শুধু তাকে
কোনো খবর ছিলো না তাঁর
উদ্বেগ অন্যের দিকে।
তাকে নিয়ে আর ভাবি না
আমি এখন একা
ভাবতে ভাবতে কাটায়ছি দিন
ভীষণ্নতার দেখা।
সাদা মনে ছিলো আমার ভালোবাসায় ভরা
কিন্তু তিনি না বুঝিয়ে
করল আমায় ছাড়া।
Please follow and like us: