খবরাখবর

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত

আবদুল আল মামুন ও রফিক তালুকদার: চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ফটিকছড়ির মোহাম্মদ আরিফ হোসেন(১৯) নামের এক যুবক নিহত হয়েছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি বড়ডলু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ ফটিকছড়ির ১০ নং সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর ইয়াছিন নগর দৌন আলী চৌধুরী বাড়ি নোয়া মিয়া লেদুর পুত্র।

জানা যায়, সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফটিকছড়িগামী মোটরসাইকেল (চট্টমেট্টো-ল ১৭-৩৮৬১) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেলে থাকা আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হয় এবং এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন আহত হয়।
আহত শাহিন একই উপজেলার বিবিরহাটের বাসিন্দা শাহ আলম চৌধুরীর পুত্র।

ঘটনার পরপর ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মানিকছড়ি থানা অফিসার্স ইনচার্য (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button