নিজ বাড়ির উঠানে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আদিফা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৭নং হাড়িভাষা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিফা আক্তার হাড়িভাষা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আনারুল মিয়ার মেয়ে
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ট্রাক্টরটি কৃষি জমি থেকে মাটি কেটে তা আনারুলের বাড়িতে নিয়ে আসছিলো। বাড়ির উঠানে বসে শিশু টি খেলছিল আদিফা। এ সময় ট্রাক্টরটি পেছন থেকে শিশু আদিফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মর্মান্তিক এ ঘটনায় শিশু আদিফার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার নিষ্পাপ মুখের স্মৃতি এলাকাবাসীর মনে গভীর দাগ কেটে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ঘটনায় ইউ ডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’