খবরাখবর

রামগড়ে ৫ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনার অভিযোগে ৪ টি ইটভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ এবং ভাটার মালিকদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

এসময় উপজেলার বিভিন্ন স্থানের ৫ টি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা কার্যক্রম বন্ধ ও জরিমানা আদায় করা হয় এবং  ভবিষ্যতে আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবেন না মর্মে লিখিত মুচলেকা দেন ভাটা মালিকেরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন জানান, দীর্ঘদিন বৈধ কাগজপত্র ছাড়া ভাটাগুলোর কার্যক্রম চলছিলো। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ অনুযায়ী উপজেলার আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকস নামে ৫টি ইটের ভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভাটার ৫ মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button