খবরাখবর

খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দেশের পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

এসময় ইত্তেফাকের খাগড়াছড়ি প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে কেক কাটেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

কেক কাটা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকা আপোসহীন ভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। বাংলাদেশের সংবাদ পত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে। প্রতিষ্ঠার পর থেকে দেশের উন্নয়নের রাজনৈতিক, অর্থনীতিক, সামাজিক যে পথযাত্রা সে পথে সমানন্তরাল ভাবে ইত্তেফাক ৭২ বছর ধরে নিজেদের যাত্রা অব্যহত রেখেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

Please follow and like us:

Related Articles

Back to top button