কলাউজান শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের আহবায়ক কমিটি গঠন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের আহবায়ক কমিটি গঠন হয়েছে।
গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে প্রাক্তন ছাত্র সংসদ সদস্যদের সকলের সম্মতি ও মতামতের ভিত্তিতে ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহবায়ক হলেন, এডভোকেট সাদ্দাম হোসাইন আজাদ।যুগ্ম আহবায়করা হলেন, লোহাগাড়া রশিদিয়া জুয়েলার্স এর সত্বাধিকারী, শহিদুল ইসলাম, বিএসআরএম কোম্পানীর সিনিয়র কর্মকর্তা আলী হোসাইন,কলাউজান শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম,সাবেক মেম্বার জামাল উদদীন ও আন-নূর ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপ এর পরিচালক আবু নোমান হাফিজুল্লাহ।
সদস্য সচিব হলেন, এডভোকেট, এস এম রেজাউল করিম। সদস্যরা হলেন, হেলাল উদ্দিন ওয়ান ট্রাভেলস এর পরিচালক নুরুল আবসার মো জহির উদ্দিন,মোবারক হোসাইন খাঁন এডভোকেট সাইফুল ইসলাম সাঈদ, মো আলাউদ্দিন,সাকিবুল হাসান,নুরুল ইসলাম পারভেজ, এইচ আর শহিদ,এম ইউ নিশান ও হাদিসুর রহমান মিসবাহ।
এরআগে ,মাদরাসার প্রাক্তন ছাত্র সংসদের সেক্রেটারি এডভোকেট এস এম রেজাউল করিম এর সঞ্চালনায় এবং ছাত্র সংসদের সহ সভাপতি এডভোকেট সাদ্দাম হোছাইন আজাদের সভাপতিত্বে চট্টগ্রাম মহা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে প্রায় অধ শতাধিক প্রাক্তন ছাত্র সংসদ সদস্যদের নিয়ে উক্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্যরা আগামী দিনে কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষক ও অভিভাবকসহ সকলের যথাযত সম্মান ও মূল্যায়নে ভূমিকা রাখতে প্রাক্তন ছাত্র সংসদকে আধুনিকায়নের মাধ্যমে একটি যুগোপযোগী প্রাক্তন ছাত্র সংসদ গঠন করে প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার আদায়সহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদকে একটি কার্যকরী প্রতিষ্টানে রূপদান করে এর মাধ্যমে মাদ্রাসার যাবতীয় অনিয়ম ও দূর্নীতির মূলোৎপাটন করে আগামীর রশিদিয়ানদের ইতিহাসের সম্মানিত স্থানে পৌঁছাতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।