খবরাখবর

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে জুলফিকারকে সিআইপি মনোনীত হওয়ায় সংবর্ধনা

রাউজান: রাউজান প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের অর্থনীতির পালে হাওয়া লেগেছে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বাংলাদেশী ব্যাবসায়ীরা
সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করছে।

রাউজান প্রবাসী ব্যাবসায়ী জুলফিকার ওসমান সততা, নিষ্টার সাথে প্রবাসের বুকে ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ করে অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি অনেক শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

সরকার অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ দ্বিতীয়বারের মতো এই সফল ব্যাবসায়ীকে সিআইপি মনোনীত করায় দেশে ও প্রবাসে তার ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি দেশের অগ্রযাত্রায় আগামীতে আরো বেশী অবদান রাখতে উৎসাহিত হবেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)বেলা ২ ঘটিকায় উপজেলা সদরের জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসী সফল ব্যাবসায়ী, রাউজানের সন্তান, রয়্যাল গ্রিন ভেজিটেবল এন্ড ফ্রুটস ট্রেডিং এলএলসিির ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার ওসমান অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ আমদানি রপ্তানি ক্যাটাগরিতে দ্বিতীয় বারের মতো
বানিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক তসলিম উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান , যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,অর্থ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সদস্য আরফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার সম্পাদক রয়েল দত্ত, সংবাদকর্মী সোহেল রানা প্রমুখ।

সংর্ধনা অনুষ্ঠানে সিআইপি মনোনীত হওয়ায় প্রবাসী ব্যাবসায়ী জুলফিকার ওসমান এর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি ও প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ।

Please follow and like us:

Related Articles

Back to top button