খবরাখবর

বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ ইউসুফ আলী বাবু ও সেক্রেটারি আরিয়ান ইসলাম।

আজ বুধবার দুপুরের দিকে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেলকুচি পৌর সদরের জীনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে হল রুমে এ কমিটি গঠন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল আজিজ।

এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল,  পৌর আমির ছারোয়ার হোসেন ও ছাত্র শিবিরের জেলা এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলকুচি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু গত সেশনে উপজেলা সেক্রেটারি ছিলেন। অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি আরিয়ান ইসমাইল গত সেশনের উপজেলা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে

Please follow and like us:

Related Articles

Back to top button