আমার ক্যাম্পাস

ড. সানাউল্লাহ ব্যারিস্টার কলেজ এর স্থাপনা নির্মাণ নিয়ে প্রস্তুতি সভা

সুমন পল্লব, হাটহাজারী: ড. সানাউল্লাহ ব্যারিস্টার কলেজ এর স্থাপনা নির্মাণ ও এডহক কমিটি গঠন সহ সার্বিক বিষয়ে প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার রাতে ড. সানাউল্লাহ ব্যারিস্টার কলেজ পরিচালনা পর্ষদ এর এডহক কমিটি আহবায়ক হিসেবে ড. মঈনুল ইসলাম মাহমুদকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।

এডহক কমিটি আহবায়ক হিসেবে ড. মঈনুল ইসলাম মাহমুদ এর নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং এডহক কমিটি আহবায়ক ডা.মঈনুল ইসলাম মাহমুদকে ড. সানাউল্লাহ ব্যারিস্টার কলেজ পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

সভায় উপস্থিতি ছিলেন ড.সানাউল্লাহ ব্যারিস্টার এর কনিষ্ঠ পুত্র মোহাম্মদ সাঈদ উল্লাহ। ডা.অধ্যাপক ওমর ফারুক ইউসুফ, উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যাল। আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী,অনারারি কনসাল,থাইল্যান্ড। লে.কর্ণেল (অব:) মঈনুল ইসলাম চৌধুরী,রেক্টর ও প্রধান সমন্বয়ক (শিক্ষা), ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ,চট্টগ্রাম। ডা. মঈনুল ইসলাম মাহমুদ,সভাপতি, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন।

প্রফেসর আনোয়ারুল আজিম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আকবর হায়দার চৌধুরী, সাবেক সভাপতি,মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ। প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া,(ভাইস প্রিন্সিপাল সাবেক) রাঙ্গামাটি সরকারি কলেজ। সমিহা সলিম ড. সানাউল্লাহ ব্যারিস্টার এর নাতীন। রুসেলি রহমান মাহমুদ, সভাপতি, শাহ সূফি ফাতে মহিলা মাদ্রাসা, পদুয়া, লোহাগড়া। মোহাম্মদ ওমর আলী ফয়সাল,সাধারণ সম্পাদক, চট্টগ্রাম রোটারি সেন্টার। জাহেদুল ইসলাম চৌধুরী, উন্নয়ন কর্মি ও উদ্যােক্তা,গুমানমর্দন।

এসময় বক্তরা বলছেন, নারীর উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে এখনো অনেক প্রতিবন্ধকতা আছে। এটা আরো বেশি মফস্বল এলাকার নারীদের। সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে। এছাড়া দারিদ্র্যের কারণে অনেক বাবা-মা আগে আগেই মেয়েদের বিয়ে দিচ্ছেন।

একটি জাতির বিবর্তনের অপরিহার্য উপাদান হলো শিক্ষা। রাষ্ট্রের ক্ষুদ্র একক পরিবার থেকে বিশ্বপরিমণ্ডলে শিক্ষার প্রভাব বিস্তৃত। বাংলাদেশে শিক্ষার হার প্রতিনিয়ত বাড়ছে; কিন্তু সে অনুযায়ী গ্রামের শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় তুলনামূলকভাবে পিছিয়ে আছে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রামের ছাত্রীরা এখনো অনেকটা পিছিয়ে। দেশের উন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধি বিবেচনায় গ্রামের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় পিছিয়ে পড়ার হার শহরের তুলনায় অনেক বেশি। তাই ড.সানাউল্লাহ ব্যারিস্টার কলেজে লেখাপড়ার বিষয়ে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করার জন্য সার্বিক ব্যবস্থা করা হবে।

ড.সানাউল্লাহ ব্যারিস্টার কলেজ পরিচালিত হবে সাজেদা সিরাজ ফাউন্ডেশন কর্তৃক।

Please follow and like us:

Related Articles

Back to top button