সিরাজগঞ্জে ২৬ দিন ধরে যুবক নিখোঁজ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ২৬ দিন ধরে সানিউর রহমান সানি (৩৫) নিখোঁজ হয়েছেন। গত বছরের ১৪ ডিসেম্বর শশুরের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সানি এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আবু রায়হান সরকারের ছেলে।
এ ঘটনায় নিখোঁজের স্ত্রী সাদিয়া আফরোজ রুপা বাদি হয়ে ১৫ ডিসেম্বর সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। জিডি নং ৯৬৮।
সানির পিতা আবু রায়হান জানান, বেসরকারি কোম্পানিতে চাকুরিজীবী সানি ৯ বছর আগে প্রেমের সম্পর্কে সিরাজগঞ্জ সদরের রায়পুর মহল্লার সুরুজ্জামানের মেয়ে রুপাকে বিয়ে করেন। এর পর থেকে স্ত্রী নিয়েই প্রথমে ঢাকা পরবর্তীতে গত ২ বছর ধরে শশুরের বাসায় (কওমী জুটমিল সংলগ্ন) বসবাস করে আসছেন। বাড়িতে খুব বেশি যাতায়াত বা যোহাযোগ ছিল না। তাদের ঘরে কোন সন্তান নেই।
পুত্র বধু রুপার সাথে প্রায়ই বাকবিতন্ডায় জগানোর খবর পেতাম। রুপা উচ্চ বিলাসী ও কড়া মেজাজের হওয়ায় ছেলেটি দীর্ঘদিন ধরে অশান্তিতে ছিল। হঠাৎ করে জানতে পারি সানির খোঁজ মিলছে না।
রুপা আমাদের সাথে কোন পরামর্শ ছাড়াই নিখোঁজ বিষয়ে ১৫ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর থনায় জিডি করেন। পরবর্তীতে আমাদের জনিয়েছে। এদিকে ছেলেকে হারিয়ে তার মা শাহানা খাতুন এখন পাগলপ্রায় দ্রুত ছেলের সন্ধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।