খবরাখবর

ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠান ও প্রকল্প উদ্ভোধন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উদ্যেগে পৃথক পৃথক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারী উপজেলা পরিষদের শহিদ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুম ও অফিসার্স ক্লাবে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরেফিন আজিমের সভাপতিত্বে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহসহ সংশ্লিষ্ট সকল।

উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মেজবাহ উদ্দিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী।

ফটিকছড়ি উপজেলা ২নং দাঁতমারা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত্রদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

ফটিকছড়ি অফিসার্স ক্লাব কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্ব ক্লাব সদস্যগণের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী কর্মকর্তাবৃন্দ সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরী,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মন্ডল অপু,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাসানুল কবির,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক এবং বরণকৃত কর্মকর্তা হলেন পুলিশ পরিদর্শক (নি:) ও ভুজপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হক।

এদিকে নাজিরহাট পৌরসভায় প্রায় পাঁচ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

নাজিরহাট পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের ৩টি প্রকল্পের কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন।

প্রকল্প ৩টি হল,৫ নং ওয়ার্ডস্থ ছতুল্লা ব্রীজ নির্মাণ,৫ নং ওয়ার্ডস্থ ধুরুং-দৌলতপুর সড়ক ও ৪ নং ওয়ার্ডস্থ আনোয়ার আলী চৌধুরী সড়ক।

এ সময় পৌর কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল শহিদ ভুঁইয়া, উক্ত সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ স্থানীয় এলাকাবাসীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button