খবরাখবর

ফটিকছড়ির বালু উত্তোলনে বাধা প্রদান করায় দুর্বৃত্তের হামলায় বৃদ্ধ নিহত

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা প্রদান করায় দুর্বৃত্তদের হামলায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বাগানবাজার ৩নং ওয়ার্ডের মাস্টারপাড়ার রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছ।
নিহত বৃদ্ধ উক্ত এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়,কয়েকজন ব্যক্তি নিহতের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করার সময় নিহত দুলাল বালি উত্তোলনে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার মাথায় বালির মেশিনের লোহার প্যাডেল দিয়ে সজোরে আঘাত করে পাশের ছড়ায় ফেলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়,পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সন্ধ্যার দিকে মারা যান তিনি।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনে বাধা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, বিকেলে তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার পর ওসি সাহেবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা নেয়া হবে এবং এসব অবৈধ বালু মহালের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে বলে জানান তিনি।

Please follow and like us:

Related Articles

Back to top button