রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মো. ইউসুফ রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রানীরহাট ডিগ্রী কলেজ মাঠে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
“শহীদ সালাউদ্দিন কাদের স্মৃতি পরিষদ” এর আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী। উদ্বোধক ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল মান্নান রনি।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা যুবদলের সহ সভাপতি শাহেদ কামাল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মাসুদ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুল ইসলাম, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, রাণীরহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার, উত্তরজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়ার মোহাম্মদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন তালুকদার, নিজাম উদ্দিন, রাজানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা জিয়ামঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন, রাজানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু মনছুর, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুস, উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি রোমান তালুকদার, সহ সাধারণ সম্পাদক আকবর হোসেন, মোহাম্মদ লোকমান, সদস্য মাসুদ সাকু, রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন লিটন, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল, ইসলামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ মঞ্জু, সিনিয়র সহ সভাপতি লোকমান হাকিম, মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দীন, ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল পারভেজ, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রিমন তালুকদার, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল করিম পুতুল, সদস্য মো. সাইফুল, মো. নুরুল আলম নুরু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল, এমরুল হাসান তালুকদার প্রমুখ।
উদ্বোধনী খেলায় তারাবুনিয়া ফুটবল একাদশ ও কেওয়াইবি রাউজান ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। শুরুতে পাহাড়ি নৃত্য, বেলুন ও কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে আক্রমণ পাল্টা আক্রমণে দুইদলের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখালেও গোলশূন্যভাবে শেষ হয় খেলা। পরে টাইব্রেকারে জয় পায় কেওয়াইবি রাউজান ফুটবল একাদশ। জমজমাট এই ক্রীড়া আয়োজন উপভোগে প্রচুর দর্শক সমাগম হয়।