খাগড়াছড়িতে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জাতীয়করণের ১দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।
বুধবার (১৫ জানুয়ারী) সকালে প্রেসক্লাবের সামনে পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মোট ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৪২৫জন কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জাতীয়করণ দাবীতে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পার্বত্য জেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এড. জসিম উদদীন মজুমদার।
তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ফলে সুশিক্ষার মাধ্যমে জাতিকে সুশিক্ষিত করে দেশকে নিরক্ষরমুক্ত করতে শিক্ষকরাই প্রধান ভূমিকা পালন করেন। ফলে সরকারকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ জাতীয়করনের ব্যবস্থা করা উচিৎ।
এসময় আরো বক্তব্য রাখেন, প্রভাত কুমার চাকমা, সাধারণ সম্পাদক পার্বত্য জেলা বেসরকারি শিক্ষক সমিতি, এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের যৌক্তিক দাবী আদায়ে জোরালো বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে বেতন ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।