খবরাখবর

রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা, ৫ইটভাটা বন্ধ ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার দায়ে ৫ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে, একইসাথে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জানুয়ারী) ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন, রামগড় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন।

এসম আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকস এর আড়াই লাখ টাকা জরিমানা করে বন্ধ ঘোষণা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মমতা আফরিন জানান, বৈধ কাগজপত্র ছাড়াই ভাটাগুলোর কার্যক্রম চলছিলো। অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় উপজেলার ৫ ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সেই সাথে প্রতিটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button