শিল্প ও সাহিত্য
খেতাব
সালসাবিল করিম চৌধুরী::
আমি সেই মেয়েটি যে কিনা
সতীদাহ প্রথার নিয়ম ভেঙে
চুরমার করে ত্রিশূল হাতে
রক্ত মাখানো এই নিষ্ঠুর অধরায়
গোঙাতে থাকা এক ফিনিক্স পাখি।
আমি দূর্বার তবে আমি নিষ্পাপ
অন্যের পাপের বোঝায় জর্জরিত আমি মেটাফিজিক্সের সন্তান।
আমি রংধনুর শেষ দেখেছি,
দেখেছি সূর্য ডুবে যাওয়ার আর্তনাদ
আমি মেঘের গর্জনে কালো অন্ধকার আকাশে আগুনের ফুলকি দেখেছি।
আমি দেখেছি আমার
নিজের মৃত্যু যন্ত্রণা।
আমি গগনবিদারী প্রসববেদনায়
হাসতে দেখেছি আমাকে দেয়া সেই
ভ্রূণের সত্ত্বাকে।
আমি চিৎকার করেছি,
বাঁচতে চেয়েছি
প্রতারণার জাল থেকে
মুক্তি চেয়েছি
বিনিময়ে আমি চরিত্রহীনার
খেতাব পেয়েছি।
লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ
রাউজান, চট্টগ্রাম।
Please follow and like us: