শিল্প ও সাহিত্য

পুতুল

সালসাবিল করিম চৌধুরী::

শব্দগুলো ভীষণ কাঁদায়
এমন শব্দে প্রাণহীন হতে
মন চায় বারবার,শতবার।
আঘাতের পর আঘাত।
দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু নেই।
আকাশ পানে চেয়ে শুধু
ন্যায্যতার আহবান বিধাতার কাছে।
জানি, প্রকৃতির বিচার পাবো।
একদিন কোন এক ক্ষণে
কোনও এক আকষ্মিক মূহুর্তে।
ভালবাসবে কেও নিঃস্বার্থভাবে।
কাদামাটির পুতুল সাজাবে,
জল আর নরম এঁটেল মাটি দিয়ে
আমাকে বানিয়ে নেবে নদীয়ার
কৃষ্ণনগরের বিখ্যাত পুতুলের মত।
হৃদয়টা এখন আর হৃদয় নেই।
ব্যাথা আর যন্ত্রণার কারখানা এটি।
পিছু ফিরে তাকালে,পিছুটানে হারায়।
সেই পিছুটানে চুম্বকের আকর্ষণ থাকে।
থাকে গাঢ়,গভীর,নিখাদ প্রেমাবেদন।
কখনো তা কাম্য আর কখনো তা অনাকাঙ্ক্ষিত, নিঃষ্প্রাণ!

লেখকঃ সালসাবিল করিম চৌধুরী, প্রভাষক, ইংরেজি বিভাগ,
নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং কবি ও প্রাবন্ধিক।

Please follow and like us:

Related Articles

Leave a Reply

Back to top button