এ কেমন ঝড়
মারিয়াফ রাখী:: এ কেমন গো উথালিয়া পাথালিয়া ঝড় ? সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে যাবে যেনো এখুনি !
আকাশে মেঘমল্লার হুঙ্কার, সাথে থেকে থেকে তার রাগান্বিত অগ্নিচক্ষু!
ভয় ? নাহ্! ভয় পাই না আর এখন!
আকাশের অগ্নিমূর্তি ধারন করায় শঙ্কিত বা ভীতুও নই।
ঝড় কি সেতো আমি দেখেছি!
ভেতর বাহির তছনছ করে দিয়ে,
যে প্রলয়ঙ্করী ঝড় প্রতিনিয়ত বয়ে চলেছে,
সে ঝড়ের পর আর কোনো ঝড় দেখে আতঙ্কিত হয়ে পড়ি না আমি।
এ বছর প্রকৃতি বেশ রূক্ষ মেজাজেই পার করে দিচ্ছে তার যাপিত অলস বৈশাখ।
শুষ্ক বাংলায় মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির ফোঁটা আজ তীর্থের কাকের মতোই মনে হয়!
চারিদিকে শুধু শীতল জলে সিক্ত হবার হাহাকার বেজে চলেছে।
শান্তির জলধারায় ভিজবে বলে মুখিয়ে আছে উত্তপ্ত পৃথিবী।
আজও আকাশ ভিষন কার্পণ্য করছে জল ঢেলে দিতে ধুলিঝড়ে ঢেকে দিয়ে আরও তৃষ্ণার্ত করে গেছে। পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে ঝরতে যেনো এবার তার ঘোর আপত্তি!
চৈত্র গড়িয়ে বোশেখ চললো, বৃষ্টির দেখা নেই!
উষ্ণ বুকে শীতল জলে সিক্ত হলো না তবু
এ কেমন কার্পণ্যতায় ঠাসা কালবোশেখী ঝড়!
এসেও যেনো ঠিক আসা হয়না তার।
কবি: মারিয়াফ রাখী।