শ্রদ্ধা এবং ভালোবাসায় We are The Common People এর রবীন্দ্র জয়ন্তী উদযাপন
কলকাতা:: বাঙালির আত্মপরিচয়ের অন্যতম স্তম্ভ বিশ্ববরেণ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন বিশ্বজনীন বাঙালি। তার সৃষ্টি বাঙালির মননে চিরন্তন অনুরণন জাগায়।
২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হয়েছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জেলা জুড়ে মঙ্গলবার পালিত হয় রবীন্দ্র জয়ন্তী।
নৃত্য, আবৃত্তি, সমবেত ও একক সঙ্গীতের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল থেকে ২৫ বৈশাখ পালন করা হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে । সেখানে We are The Common People এর তরফথেকে শ্রদ্ধা জ্ঞাপন করে ছাত্র -যুবদের একটি প্রতিনিধিদল।
প্ৰতিনিধি দলের তরফ থেকে সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠার মানসে সারা দেশের ছাত্র যুবদের সচেতন করবার যে প্রয়াস নিয়ে We are The Common People কাজ করে চলছে তার অনুপ্রেরণার স্রোত কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে সংগঠনের লড়াইকে এগিয়ে শপথ গ্রহণ করলেন সংগঠনের সদস্যরা।