ঈদ-উল- ফিতর
উম্মে হাবিবা চৌধুরী::
ঈদ মোবারক ঈদ মোবারক
সময়ের আবর্তে
বছর ঘুরে
তিরিশ দিনের
সিয়াম সাধনার পরে
এসেছে খুশীর ঈদ।
মেঘের ছায়ায় ঈশান কোণে
বাঁকা চাঁদখানা দেখা যায়
ঐ আকাশ পাড়ে,
খুশির ঢেউ বাঁধ ভেঙেছে
আনন্দ জোয়ারে ভাসিছে বেলা
উচ্ছ্বাসে মেতেছে খোকা খুকিরা
অপেক্ষার প্রহর শেষে
যবে নিশি হবে ভোর।
গোসল সেরে
আতর সুবাস মাখা
পড়বে গায়ে নতুন জামা
ঈদগা তে যাবে
করবে সালাম
ঈদ সেলামি নেবে।
সোনামণিরা
ইসলাম ধর্ম দিয়াছে
শান্তিরবার্তা,
ঈদুল ফিতর হলো
অনন্য এক মহত্বের উদারতা।
স্রষ্টার আছে বিধান
মানুষ সকল এক সমান
নয় কেহ কারো রাজা প্রজা
নাই বড় ছোট
সকলে মোরা ভাই ভাই
কেহ নাহি কারো পর
সকলি মোরা আপনজন,
সুখ দুঃখ সমভাগ করে নেবো
আনন্দ ফুর্তি যতো সব আয়োজন,
ঈদুল ফিতর আনিয়াছে
সাম্যতার নব জাগরণ।
ধনীর সঞ্চয়ে আছে
গরীবের আমানত।
সঞ্চয়ী ওগো একদিন
হিসাবে হবে গরমিল
দিতে হবে যাকাত,
সঞ্চয়ী তুমি করোনা আজি
অংকে কষে হিসাবের ধারাপাত।
ফিরনি সেমাই কোর্মা পোলাও সমেত
মোদের বাটিতে হিসসা আছে যাদের
করিবো ভোগ দিয়ে সেই ক্ষুধিতদের।
বিত্তাশালী সাদা কালো ফকির মিসকিন
নাই কোনো প্রভেদ
একসাথে পড়বো জামাত
কাতারে হবে সামিল।
বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ,
ধনী দরিদ্র,
শত্রু মিত্র,
পরস্পর মিলাইব আজি হাতে হাত
পুষিবনা মনে কোনো দ্বন্ধ
রাখিবোনা অন্তরে কোনো হিংসা বিদ্বেষ
রবেনা দূরত্ব যোজন,
বুকেতে জড়ায়ে ধরি
করিবো আলিঙ্গন।
বলিব,
ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।
গর্জে উঠিছে ইসলামী ডন্কা
দিকে দিকে বাজিছে দামামা।
সারা জগত ভরি
মিনারে মিনারে উড়িছে পতাকা
ইসলামের ঝান্ডা,
সমতার মূর্ত প্রতীক মোরা
করবো ধারণ
ঈদুল ফিতরের মর্মগাঁথা,
নিজেরে বিলিয়ে আজ
রাখিবো মান
ঈদ-উল-ফিতর এর বিধান।
আমিন।