কবিতা
স্বপ্ন | উম্মে হাবিবা চৌধুরী
উম্মে হাবিবা চৌধুরী::
স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে
কে যেনো দেয় হাতছানি
ওরে আয় আয়
হারিয়ে যাই
সূদুর অজানায়
যেখানে স্বপ্নগুলো সব সত্যি হয়
মিথ্যেরা সব পালায় পালায়,
নেই কোনো জাত পাতের অবিচার
নেই কোনো বর্ণ বৈষম্যর কালো আঁধার,
কালোবাজারী, জুয়াড়ি, খিলাড়ি
মহাজনদের নাই কোনো দৌরাত্ম্য
সবগুলো যেনো ছাই ভস্ম।
Please follow and like us: