খবরাখবর
রাউজানে কৃষকের তিনটি গরু চুরি
চট্টগ্রামের রাউজানে এক অসহায় পরিবারের ৩টি গরু চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের নুরা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গরুর মালিক কবির আহম্মদ জানান, আমি ব্রেইন স্টোক করে অসুস্থ অবস্থায় আছি। কোনো রকমে আমার স্ত্রীরসহ গরু গুলো লালনপালন করছি।
তিনি আরও জানান প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার ভেঙ্গে আমার ৩টি গরু চুরি করে নিয়ে যায়। প্রায় ২ লাখ টাকার ৩টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি।
অন্যদিকে প্রবাসে থাকা ছেলেও কাজ না থাকায় কষ্টের দিন পার করছেন। অসুস্থ হওয়া থানায় অভিযোগ দিতে যেতে পারেনি বলে জানান তিনি।
উল্লেখ্য, গত দুই মাস আগেও এ গ্রাম থেকে এক অসহায় কৃষকের ৭টি গরু চুরি হয়।
Please follow and like us: