কাপ্তাই-সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
ভারী বৃষ্টিপাতে কাপ্তাই সড়কে অটোরিকশা ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে গাছ
আমির হামজা, রাউজান:: চট্টগ্রামের রাউজানের কাপ্তাই মহাসড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ ছিলো প্রায় ৪ ঘন্টা অন্যদিকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। সকাল ৮টায় গাছ পড়লে সেটি অপসারণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল ১০টার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।
আজ শনিবার (৫ আগস্ট) কাপ্তাই মহাসড়কের রাউজানের পাহাড়তলী তাপবিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে।
এসময় একটি সিএনজি অটোরিকশার উপর গাছ পড়লে গাড়িটি দুমড়ে মুচড়ে যাই। সড়কের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার লাইনের বিদ্যুৎ সংযোগের ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে রাউজানসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ঘটনার সময়ে গাড়িতে তাকা কয়েকজন যাত্রী গুরুত্ব আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠান বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, তাপবিদ্যুৎ এলাকায় বড় একটি গাছ মালবাহী সিএনজি অটোরিকশার উপর পড়লে, এসময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। যথা সময়ে গাছ কেটে সরানো না হওয়ায় প্রায় চারঘন্টা দুই পাশে যানবাহন আটকা পড়েছিল। প্রায় ১০টার দিকে গাছ কেটে সরানো হলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
এবিষয়ে জানতে চাইলে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে শনিবার সকালে বিশাল গাছটি ভেঙে একটি সিএনজি গাড়ীর উপর পরে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিস মিলে গাছটি কেটে সারানোর জন্য প্রায় কয়েক ঘন্টা কাজ করে আমরা যানচলাচল স্বাভাবিক করি। এসময় কয়েকজন আহত হয়েছে তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে তিনি জানান।