রাউজানে বন্যার পানিতে বিশাল রুই মাছ ধরা
আমির হামজা, রাউজান:: চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে প্রায় ১৫ কেজি ওজনের একটি বিশাল রুই মাছ ধরা পড়েছে।
আজ সোমবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ির পশ্চিম পাশে একটি বিলে বন্যার পানি বাসতে দেখে এই বিশাল রুই মাছটি আটক করেন মো: জাকির হোসেন নামে এক যুবক।
জাকির হোসেন জানান, সকালে বিলে বন্যার পানি দেখতে গিয়ে পানির মধ্যে এই বিশাল রুই মাছটি দেখি। পরে কৌশলে মাছটি আমি আটক করি। বিশাল সাইজের এই রুই মাছটি দেখে আমি খুশি হয়ে উঠে। আমি এতো বড় রুই মাছ বন্যার পানিতে আর দেখি নাই। বাড়ি এসে মেপে দেখি মাছটির ওজন প্রায় ১৫ কেজি।
এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে রয়েছে বিভিন্ন বিল। সেখানে হাতজাল বসিয়ে অসংখ্য মানুষ শিকার করছেন মাছ। সবাই কমবেশি মাছ পেয়েছেন। রবিবার রাত থেকে সোমবার সকালে ব্যাপক বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছে বিভিন্ন মৎস চাষের ঘের।