তরুণীর সাথে প্রেমের সম্পর্ক পরে আত্মহত্যা
চট্টগ্রাম নগরীতে আশরাফ হোসেন জুবায়ের নামের রাউজানের এক বিশ্ববিদ্যালয় ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ভাড়াবাসায় তিনি আত্মহত্যা করেন।
তিনি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের প্রবাস ফেরত মো. হারুনের পুত্র। সেই ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যায়ের ছাত্র ছিলেন।
তার বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশরাফ অত্যন্ত ভালো ও বিনয়ী ছিলেন।
সূত্র জানায়, আশরাফ হোসেনের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবার মেনেও নিয়েছিল। কিন্তু হঠাৎ গত দেড়মাস আগে থেকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তার ফেইসবুক একাউন্টের বায়োতে লিখেন টুডে অ্যান্ড ফরএভার। তার বন্ধুদের মতে আজ এবং চিরকাল ভালাবাসবে বুঝাতে চেয়েছিল আশরাফ।
ডাবুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরীর বাসায় আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তা কেউ জানেনা। লাশ চট্টগ্রাম নগরীতে থেকে তাদের গ্রামের বাড়ি ডাবুয়ায় দাফনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।