রাঙ্গুনিয়ায় মাদ্রাসা-এ আজহারুল কুরআন মডেল হিফজখানা’র উদ্বোধন
চট্টগ্রামের রাঙ্গুুনিয়া পোমরায় মাদ্রাসা-এ আজহারুল কুরআন মডেল হিফজখানার শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকালে পোমরা ইউনিয়নের কাপ্তাই রোড সংলগ্ন সৌদিয়া প্রজেক্ট গেইটের দক্ষিণ পাশে কাদেরিয়া পাড়া ইব্রাহীম মঞ্জিল ৪র্থ তলায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুুনিয়া উপজেলার সভাপতি হাফেজ সৈয়দ রহুল আমিন আল-কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীল আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মাঃজিঃআঃ), উদ্ভোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইব্রাহিম,বিশেষ অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারফাতুন্নুর আল কাদেরী,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী শাহ্ নেছারী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এমরুল করিম রাশেদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী মোসাদ্দেক মোরশেদ কাদেরী, মাওরানা আব্দুল মাবুদ, মাওলানা ছরমত নঈমী,মাওলানা মুসলেম উদ্দিন জাবেদ, কাউসারুল আনোয়ার, মোঃ শওকত আলী।
আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের মাওলানা রায়হান রেজা,হাফেজ নেজাম উদ্দীন, মোঃ রবিউল হোসেন মুন্না, মোঃ ইমরান, মোঃ আব্দুল গফুর, মোঃ কাউছার প্রমুখ।
মাদ্রাসা-এ আজহারুল কুরআন মডেল হিফজখানায় রয়েছে আবাসিক,অনাবাসিক, ডে-কেয়ার, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ,বয়স্ক শিক্ষা।
এ ছাড়া মাদ্রাসার ভিতরে এবং বাইরে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ছাত্রদের জন্য উন্নত মানের খাবার, বিছানা,পড়াশোনার সুব্যবস্থা।
উল্লেখযোগ্য-প্রতি সপ্তাহে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী মোসাদ্দেক মোরশেদ কাদেরীর স্পেশাল ক্লাস।