রাউজানে ১৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
রাউজানে এক কৃষাণীর হাতে উন্নতমানের বীজ বিতরণ করছেন ফজলে করিম চৌধুরী এম.পি।
আমির হামজা, রাউজান:: চট্টগ্রামের রাউজানে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী কৃষকদের দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি উল্লেখ করে বলেছেন শেখ হাসিনা সরকার কৃষকদের চাষাবাদের জন্য সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।
প্রতি বছর তাদের জন্য দিচ্ছেন আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ভুতুকি মূল্যে নতুন নতুন যন্ত্রপাতি, বিনামুল্যে সার, উন্নতমানে বীজ।
আজ ১৭ সেপ্টেম্বর রোববার উপজেলা কৃষিবিভাগের আয়োজনে উপজেলার ১৫ হাজার কৃষকের মাঝে সার বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি সমবেত কৃষকদের উদেশ্যে বলেন কৃষি খাতের সমৃদ্ধি ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারো শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
উপজেলা প্রাঙ্গনে আয়োজিত এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ
চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, সরোর্য়াদ্দি সিকদার, আব্বাস উদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আরিফ, প্রিয়োতোষ চৌধুরী, নিজাম উদ্দিন আহমদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কৃষকলীগ নেতা আলমগীর আলী, জিয়াউল হক সুমন, আলী আজগর চৌধুরী, তসলিম উদ্দিন প্রমুখ।