কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার ওসি বদলি
অর্ণব মল্লিক, কাপ্তাই:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘সুষ্ঠু’ ও ‘নিরপেক্ষ’ করার লক্ষ্যে প্রথম ধাপে একযোগে দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।
এই তালিকায় রাঙামাটির জেলার আট থানার ওসিকে বদলি করা হয়েছে এবং নতুন আট ওসিকে পদায়ন করা হয়েছে। তৎমধ্যে রাঙামাটি জেলার কাপ্তাই থানা ও চন্দ্রঘোনা থানার ওসি বদলি হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে জানানো হয়, রাঙামাটির চন্দ্রঘোনার থানার ওসি মো. শফিউল আজমকে খাগড়াছড়ি পানছড়ি থানায়, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনকে বান্দরবানের থানচি থানায় বদলি করা হয়েছে।
অন্যদিকে, খাগড়াছড়ির মানিকছড়ি থানার ওসি আনচারুল করিমকে চন্দ্রঘোনা থানায়, রোয়াংছড়ি থানার ওসি মো. আবুল কালামকে কাপ্তাই থানায় পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজির সই করা প্রজ্ঞাপনে ‘এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’ বলে জানানো হয়েছে।