ভ্রমণনামা | শেখ বিবি কাউছার
শেখ বিবি কাউছার::
শীতকালীন এই ছুটির দিনে সন্তানকে নিয়ে যদি চট্টগ্রাম শহরের ভেতরেই কোথাও ঘুরতে যেতে চান তাহলে দেখে আসতে পারেন চমৎকার এই জায়গাটি। চট্টগ্রামের বেশির ভাগ মানুষই জায়গাটি চেনেন।
যেটি চট্টগ্রামের কালুরঘাটে (বহদ্দারহাট টার্মিনালের বিপরীতে) অবস্থিত স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ নামে পরিচিত। কারণ বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার মডেল আছে এখানে।
যেমন: ভেতরে ঢুকতে প্রথমেই চোখে পড়বে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, এছাড়া ভেতরে আরও আছে ঢাকার সদরঘাটের আহসান মঞ্জিল, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, দিনাজপুরের কান্তজির মন্দির, বাগেরহাটের সোনামসজিদ, বড় কুঠি, ছোট কুঠি, রংপুরের পাহাড়পুর বিহার, সেন্ট নিকোলাস চার্চ, ঢাকার লালবাগ কেল্লা, দরবার হল ও হাইকোর্ট ভবন বা সুপ্রিম কোর্ট। আপনি হাঁটতে হাঁটতে সন্তানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পর্কে ধারাণা দিতে পারেন।
শিশুদের জন্য রয়েছে মজার মজার বিভিন্ন রাইড। এ ছাড়া এখানে রয়েছে আধুনিক স্থাপত্যের ছোঁয়ায় তৈরি প্রায় ২৫০ ফুট উচ্চতার ঘূর্ণমান ‘রিভলভিং রেস্টুরেন্ট’। যার নাম স্বাধীনতাস্তম্ভ। এখানে উঠলেই একদৃষ্টিতে আসবে সমগ্র চট্টগ্রাম। এখান থেকে পুরো চট্টগ্রামের নয়নাভিরাম অট্টালিকা বা দালানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রাণ ভরে। তখন বুঝতে পারবেন চট্টগ্রাম শহরে দিন দিন সবুজ গাছপালা কীভাবে কমে যাচ্ছে!
তবে জায়গাটি অনেক সুন্দর হলেও কিছু কিছু অংশ দেখে মনে হয় না এখানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যেমন, আপনারা বাচ্চাকে নিয়ে ট্রেন ভ্রমণ করলেই বিষয়টি বুঝতে পারবেন। কিছু কিছু জায়গায় ময়লা আবর্জনা জমে আছে অনেক দিন থেকে সেখানে এখন মশা মাছি বাসা বেঁধেছে। এই মিনি বাংলাদেশ আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পর্যটক বাড়তে পারে। তবে এক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আমরা যারা পর্যটক তাদেরও খেয়াল রাখা প্রয়োজন। তবে পুরো মিনি বাংলাদেশ ঘুরে ভালোই লেগেছে। বাচ্চারাও বেশ উপভোগ করেছে।
পরিশেষে কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল, এই চমৎকার জায়গাটি আরও কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেদিকটাই নজর রাখার। দূর দূরান্ত থেকে অনেকেই চট্টগ্রাম শহরে বেড়াতে আসেন তারাও জায়গাটি ঘুরে যেতে পারেন। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।
ধন্যবাদ।
শেখ বিবি কাউছার
প্রভাষক
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নোয়াপাড়া কলেজ, রাউজান, চট্টগ্রাম।