খবরাখবর

চুয়েটে ছাত্রহলের কক্ষ থেকে মধ্যরাতে তরুণী আটক

আমির হামজা, রাউজান:: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এর ছাত্রহলের একটি কক্ষ হতে বহিরাগত এক তরুণীসহ ক্যাম্পাসের শিক্ষার্থীকে আটক করেছেন ছাত্রকল্যাণ দপ্তরের ভ্রাম্যমাণ দল।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে ড.কুদরত ই-খুদা হলের (৫৫৫-নং) কক্ষ হতে তাদের আটক করা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত ঐ শিক্ষার্থী চুয়েট ক্যাম্পাসের মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের(২০ ব্যাচ) শিক্ষার্থী বলে জানা গেছে।

ক্যাম্পাসের শিক্ষার্থীর সূত্রে জানা যায়, গভীর রাতে ঐ হলের কক্ষ হতে নারীর কন্ঠ শোনতে পান শিক্ষার্থীরা। এরপর ব্যাডমিন্টনের র‍্যাকেট নেওয়ার অজুহাত দেখিয়ে তারা কক্ষে প্রবেশ করেন। পরে তারা দেখতে পান কক্ষে থাকা খাটের নিচে এক তরুণী লুকিয়ে আছেন। এসময় ঐ হলের শিক্ষার্থীরা বিষয়টি চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরে বিষয় জানান।

ঘটনার খবর শুনে ছাত্রকল্যাণ দপ্তরের ভ্রাম্যমাণ একটি দল ঐ হল থেকে তরুণীসহ সেই অভিযুক্ত ক্যাম্পাসের শিক্ষার্থীকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, খবর শুনে হলে গিয়ে আমরা কক্ষ থেকে ঐ মেয়েকে উদ্ধার করি। পরে মুচলেকা নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করি।

তিনি জানান শীতকালীন ছুটি শেষ হলে দ্রুত অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button