বিপুল ভোটে বিজয়ী এবিএম ফজলে করিম চৌধুরী
আমির হামজা, রাউজান:: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চট্টগ্রামের রাউজানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনশূঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাউজানের ৯৫টি ভোট কেন্দ্র শান্তিপূর্ণভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৭-জানুয়ারী) সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে ছিলো নারী-পুরুষ ভোটারদের চোখে পড়ার মতো ব্যাপক উপস্থিতি। বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষ হলে প্রতিটি কেন্দ্র থেকে আসতে শুরু করেন ভোটের ফলাফল।
ফলাফলে জানা যায় চট্টগ্রাম-৬ রাউজান আসনে টানা ৫ম বার বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। ৩ লাখ ১৬ হাজার ৯২০ জন ভোটারের মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৯২ ভোট। ফলাফলে সবচেয়ে বেশি ভোট পেয়ে চট্টগ্রামে প্রথম এবিএম ফজলে করিম চৌধুরী বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নিকটতম প্রতিদ্ধন্দী প্রার্থী ট্রাক প্রতীকে অ্যাডভোকেট শফিউল আজম পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট, জাতীয় পাটির প্রার্থী শফি-উল আলম চৌধুরী লাঙ্গল প্রতীক পেয়েছেন ২ হাজার ৬৫৪ ভোট, ইসলামিক ফ্রন্টের প্রার্থী এসএম জাফর উল্লাহ চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯২৪ ভোট আর তৃণমুল বিএনপির প্রার্থী মো: ইয়াহিয়া জিয়া উদ্দিন চৌধুরী সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ১ হাজার ১৪৯ ভোট। রাউজানে ৭২.৭৮ শতাংশ ভোট পড়েছে, যা চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পড়েছে।