খবরাখবর

কাপ্তাইয়ে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী কোর্সের উদ্বোধন 

অর্ণব মল্লিক, কাপ্তাইঃ: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ( এনআইএলজি) এর আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সচিবদের নিয়ে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী কোর্স শনিবার (২০ জানুয়ারি)  হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।

এনআইএলজি এর যুগ্ম পরিচালক আব্দুল খালেক প্রধান অতিথি এবং প্রধান রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন।

কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম কোর্সে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন। এসময় কোর্স সমন্বয়কারী উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের উপস্থিত ছিলেন।

২ দিনব্যাপী প্রশিক্ষণে ৫ জন ইউপি চেয়ারম্যান,  ৪৫ জন ইউপি সদস্য, ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্য,  ৩ নং ইউপি  সচিব  এবং ইউনিয়ন পরিষদের অফিস সহকারী   অংশ নিচ্ছেন।

Please follow and like us:

Related Articles

Back to top button