রাউজানে পুকুরে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু
আমির হামজা, রাউজান:: চট্টগ্রামের রাউজানে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে একদিনে ৩ কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিনাজুরি, চিকদাইর ও হলদিয়া ইউনিয়নে এ ঘটনাগুলো ঘটে।
পুকুরে ডুবে নিহতরা হলেন, বিনাজুরি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নন্দ রাম মাঝির বাড়ি সুমন দের কন্যা অনুষ্কা দে(২), চিকদাইর ৪নম্বর ওয়ার্ডের করম আলী হাজীর বাড়ির মো: মহিউদ্দিন এর কন্যা তাহা মণি(৩) ও হলদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নুর সওদাগর বাড়ির মো: আলমগীরের কন্যা সুমাইয়া (২)।
এ ব্যাপরে বিনাজুরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: কামরুল ইসলাম বাচ্চু বলেন,‘আমার গ্রামের শিশু অনুষ্কা সকাল ১১টার দিকে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।’
অন্যদিকে চিকদাইর ইউনিয়নের ইউপি সদস্য মো: নেজাম উদ্দিন বলেন,‘শিশু তাহা মণির মা দুপুরের রান্নার কাজে ঘরে ব্যস্ত ছিলেন। কোনো একসময় শিশু তাহা মণি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তার দাদী ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ীর লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন বলে তিনি জানান।’
এদিকে বিকাল ৫টায় বাড়ির পাশে নতুন খনন করা কুয়ায় পড়ে মৃত্যু হওয়া সুমাইয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সবুজ বড়ুয়া। এদিকে একদিনে তিন শিশুর মৃত্যতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। অভিভাকদের অসচেতনতার কারণে রাউজানে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার আশষ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন এলাকার সচেতনত মহল।