রাউজানে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
আমির হামজা, রাউজান:: চট্টগ্রামের রাউজানে চাঁদের গাড়ির ধাক্কায় মো: সোলোমান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মো: সাকিব (২৫) নামে এক যুবক।
রবিবার (১৮-ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হলদিয়া ইউনিয়নের মাইজপাড়া বৃক্ষভানুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: সোলোমান হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওর্য়াডের সাং জানি পাতার উত্তর পাড়া এলাকার সিদ্দিকী আহমেদের বাড়ির মৃত অলি আহমেদের ছেলে।
আহত সিএনজি অটোরিকশা চালক মো: সাকিব সেই জানি পাতার পূর্ব টিলা গ্রামের নুরু আবছার প্রকাশে মনা ছেলে।
জানাযায়, চাঁদের গাড়ি ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থল হতে তাদের উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসাপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো: সোলোমানকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত সিএনজি চালক মোঃ সাকিবকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো: ফিরোজ বলেন, চাঁদের গাড়ির ধাক্কায় মো: সোলোমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন।