খবরাখবর

কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দিরে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন

অর্ণব মল্লিক, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দিরে বার্ষিক মহোৎসব উপলক্ষে ৪ দিনব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠামালার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) এই চারদিন ব্যাপী অনুষ্ঠামালার শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী।

এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঙালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ।

এছাড়া কেপিএম হরিমন্দিরের সভাপতি প্রকৌশলী স্বপন সরকারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশু মল্লিক এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীগ সহ সভাপতি স্বপন বড়ুয়া, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক আবু সরোয়ার, স্থানীয় ইউপি সদস্য নীলকান্ত মল্লিক,কেপিএম হরিমন্দিরের সাধারন সম্পাদক তপন মল্লিক, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল হক কচি প্রমুখ।

আলোচনার সভার পূর্বে কেপিএম হরিমন্দিরের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ মল্লিক এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button